Jyotsna Mandi, Bankura, বাঁকুড়ায় প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে পেলেন না গুরুত্ব, ক্ষুব্ধ রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ফেব্রুয়ারি: জেলাজুড়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সর্বজনবিদিত। এবার তা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ধরা পড়লো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। গতকাল বাঁকুড়া ষ্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ক্ষুব্ধ হয়ে মঞ্চ ত্যাগ করেন। তাকে ইচ্ছাকৃত ভাবে অপমান করা হয়েছে, এমনটাই মনে করছেন খোদ মন্ত্রী থেকে সাধারণ জেলাবাসী। এই ঘটনা নিয়ে গতকাল থেকে সরগরম জেলার রাজনৈতিক মহল। এই ঘটনা নিয়ে বাঁকুড়া শহরজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রন জানানো হয়েছিল মন্ত্রীকে।রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বক্তব্য, তাকে মৌখিকভাবে ১১টা নাগাদ বাঁকুড়া স্টেডিয়ামে আসার কথা বলা হয়েছিল। সেই মতো শুক্রবার ১০টা ৪০ নাগাদ মন্ত্রী স্টেডিয়ামে হাজির হন। তিনি দেখেন ততক্ষণে অনুষ্ঠানের উদ্বোধন হয়ে গিয়েছে। তা বুঝতে পেরে মঞ্চ ছেড়ে নামতে শুরু করেন মন্ত্রী। তখন আয়োজক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা হলে তিনি তা ফিরিয়ে দিয়ে একরাশ ক্ষোভ উগরে মাঠ ছাড়েন। এতেই তুমুল অস্বস্তিতে পড়ে যান মঞ্চে থাকা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা ও বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। মন্ত্রীর বক্তব্য, তাকে ‘ভুল’ সময়ে আমন্ত্রণ জানিয়ে অপমান করা হয়েছে। ইচ্ছাকৃতভাবেই তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে, এমনটাই দাবি করে ক্ষোভ উগরে দেন মন্ত্রী।

বাঁকুড়া শহরের স্টেডিয়ামে শুক্রবার বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার আমন্ত্রণ পত্রে উদ্বোধনের সময় সকাল ৯টা ছাপানো হয়। তা সত্বেও সংসদ সভাপতি নাকি তাঁকে ১১টার সময় অনুষ্ঠান স্থলে আসতে বলেন। কী কারনে, কার নির্দেশে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এতে এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। অনেককে গোষ্ঠি কোন্দলের কথাও বলতে শোনা যায়।

অন্যদিকে এনিয়ে অস্বস্তিতে বিদ্যালয় সংসদের সভাপতি থেকে সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *