গোপীবল্লভপুরে ১২ তম গণবিবাহ অনুষ্ঠানে ১৪ জোড়া পাত্র পাত্রীর চারহাত এক হল

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের গোপীবল্লভপুর যাত্রা ময়দানে ত্রিবেণী যুব জন কল্যাণ অর্গানাইজেশন এর উদ্যোগে ১২ তম বর্ষ গণবিবাহ অনুষ্ঠান হয় রবিবার। এদিন মোট ১৪ জোড়া ছেলেমেয়ের গণবিবাহ দেওয়া হয়।

গোপীবল্লভপুর ত্রিবেণী যুব জনকল্যাণ অরগানাইজেশনের সম্পাদক সনাতন দাস বলেন, মেয়ে পাচার বন্ধ করতে ও অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করার লক্ষ্য নিয়ে বাংলা, ঝাড়খন্ড ও ওড়িশা রাজ্যের সংযোগস্থল গোপীবল্লভপুরে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন গড়ে তোলা হয়। সংগঠনের উদ্যোগে ২০০৮ সালে গণবিবাহ কর্মসূচি শুরু হয়। এবছর ১২তম বর্ষ গণবিবাহের অনুষ্ঠান।এ পর্যন্ত মোট ১৩৩২ জোড়া যুবক যুবতীর গণবিবাহ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আজকের বিবাহ অনুষ্ঠানে পাত্রকে দেওয়া হয়েছে সাইকেল ও হাত ঘড়ি,পাত্রীকে দেওয়া হয়েছে সোনার নাকছাবি। এছাড়া, আলমারি, পালঙ্ক, লেপ, বালিশ, গদি, রান্না করার সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী পাত্র-পাত্রীদের দেওয়া হয়েছে। প্রতিবছর প্রায় কুড়ি হাজার লোকের আমন্ত্রণ থাকলেও এ বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বেশি মানুষকে আমন্ত্রণ করা হয়নি। করোনা পরিস্থিতির জন্য সমস্ত বিধিনিষেধ মেনেই ১৪ জোড়া পাত্র পাত্রীর গণবিবাহ দেওয়া হয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *