Epic number, Commission, মমতার অভিযোগ নস্যাৎ! এক এপিক নম্বরে ২ রাজ্যে ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়, জানিয়ে দিল কমিশন

আমাদের ভারত, ২ মার্চ: ভোটার কার্ডে আলাদা নাম। ঠিকানাও আলাদা। কিন্তু এক এপিক নাম্বার। আর তা নিয়েই ভোট কারচুপির আশঙ্কা দেখেছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে ভূতুরে ভোটারের অভিযোগ তুলে সরব হয়েছেন ঘাসফুল। কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, একই এপিক নম্বরে দুই রাজ্যে ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়।

২৬- এর নির্বাচনের আগে হাতে মাত্র এক বছর সময়। তার আগে ভোট কারচুপি হচ্ছে বলে সরব ঘাসফুল শিবির। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, দিল্লি- মহারাষ্ট্রের মতো এই রাজ্যে ভোট কারচুপি করে জিততে চাইছে বিজেপি। ওইদিন বেশ কিছু কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন ২৬- এর ভোটের আগে রাজ্যে ভূতুড়ে ভোটার তৈরি হয়েছে। সুকৌশলে রাজ্যের ভোটার তালিকায় পাঞ্জাব- হরিয়ানা- গুজরাটের বাসিন্দাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেখা গেছে রাজ্যের বাসিন্দার ভোটের কার্ডের এপিক নম্বরের সঙ্গে মিল রয়েছে অন্য রাজ্যের বাসিন্দার এপিক নম্বরে।

কিন্তু এপিক বিতর্ক নিয়ে বড় খোলসা করেছে কমিশন। রবিবার একটি প্রেস বিবৃতি জারি করে বিভিন্ন রাজ্যের এই এপিক নম্বর নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটিয়েছেন তারা

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, একই এপিক নম্বরে দুই রাজ্যের ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়। এপিক কার্ডে আলফা নিউমেরিক নম্বর এক হলেও কার্ডের অন্যান্য তথ্য যেমন ভোটারের নাম, ব্যক্তিগত তথ্য, বিধানসভা কেন্দ্র পোলিং বুথ সব আলাদা থাকে। যা ভোটারকে কমিশনের কাছে একটি আলাদা পরিচয় প্রদান করে থাকে। কমিশনের দাবি, ভোটার তালিকায় নাম নথিভূক্তকরণের গোটা প্রক্রিয়াটাই বিকেন্দ্রিক এবং ম্যানুয়াল ম্যাকানিজমের মাধ্যমে হয়। তাই বিভিন্ন রাজ্যে একই ধরনের এপিক আলফা নিউমেরিক নম্বর ব্যবহারের সম্ভাবনা থাকে। যার ফলে দুটি রাজ্যে একই এপির নম্বর ইস্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এপিক নাম্বার যাই থাকুক না কেন, ভোটার তার বিধানসভা, লোকসভা কেন্দ্রের অন্তর্গত নির্দিষ্ট বুথ ছাড়া আর কোথাও ভোট দিতে সক্ষম নয়।

এপিক নম্বর এক থাকা স্বাভাবিক বলে বিবৃতি দেওয়ার সঙ্গে নির্বাচন কমিশন এও জানিয়েছে, দ্রুত এই বিষয়টি দেখা হবে। প্রত্যেক ভোটারকে আলাদা বা ইউনিক এপিক নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *