সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মার্চ: পুলিশের পরিচয় দিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে লুঠের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পুলিশের পরিচয় দিয়ে শনিবার ভোররাতে এক মাছ ব্যবসায়ী ও এক সবজি ব্যবসায়ীকে মারধর করে টাকাও মাছ লুট করার অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর পৌরসভার কাছে ৮ নম্বর রেলগেট এলাকায়। অভিযোগ পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাসকে গ্রেফতার করেছে। মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৪০ কেজি মাছ ও সবজি ব্যবসায়ীর কাছ থেকে নগদ সাড়ে ছয় হাজার টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, নিউ ব্যারাকপুর পুরসভা সংলগ্ন ৮ নম্বর রেলগেটের কাছ দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীরা মাছ ব্যবসায়ীদের মারধর করে এবং ভ্যান থেকে প্রায় ৪০ হাজার টাকার মাছ ছিনতাই করে। সবজি ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে মারধর করে প্রায় সাড়ে ছ’হাজার টাকা ছিনতাই করে নেয় ওরা। তাদের মারধর করা হয় পুলিশ পরিচয় দিয়ে। যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূল পুরও প্রধান প্রবীর সাহা।
এটাই তৃণমূলের চরিত্র, বলে কটাক্ষ করেছে বিজেপি। সবজি ব্যবসায়ী রাজু রায় এবং মাছ ব্যবসায়ী মফিজুল গাজিকে গাঁজা-কেস দেওয়ার ভয় দেখিয়ে মারধর করে। তাঁদের কাছে থাকা ৬ হাজার টাকা তোলা ও ৪০ কেজি মাছ ছিনতাই করে বলে অভিযোগ। যদিও পরে জানা যায়, মাছের ক্রেটগুলি আর নিয়ে যায়নি ওই দুজন। বরং সেখান থেকে কিছু মাছ নিয়ে চম্পট দেয় তারা। পরে থানায় এসে জানতে পায়, ওরা থানার পুলিশ নয়, তৃণমূলের গুন্ডাবাহীনি। ঘটনা জানার পর সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।