স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ জানুয়ারি: মাদক খেয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদক বিক্রেতার গাড়িতে আগুন ধরিয়ে দিল মৃতের আত্মীয়রা। ঘটনাটি করনদিঘি থানার ডুমরাডাঙ্গি গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছয়।
জানা গেছে, করনদিঘি থানার মস্তানচক গ্রামের বাসিন্দা রঞ্জন কুন্ডু (২৭) দীর্ঘদিন যাবদ মাদক সেবন করতেন। সেই মাদক ছাড়ানোর জন্য বিভিন্ন হোমে পাঠানো হলেও মাদক সেবন ছাড়তে পারেননি। গতকাল রাতে রঞ্জন বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আজ তার দেহ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেন। মৃতদেহ নিয়ে সন্ধ্যার নাগাদ বাড়ি থেকে ডুমরাডাঙ্গি শ্মশান ঘাটে নিয়ে যান।
মৃতদেহ শ্মশানঘাটে নিয়ে যাবার সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে মাদক বিক্রিতার গাড়ি দেখতে পান। মৃতের আত্মীয়রা সেই গাড়ি দেখে উত্তেজিত হয়ে ওঠেন। দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেন মৃতের পরিবারের লোকেরা। খবর পেয়ে করনদিঘি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।