নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ জানুয়ারি: অবশেষে দলের হেস্টিংস অফিসে পা রাখলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি। কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় তাদের সঙ্গে কলকাতার সাংগঠনিক বিষয়ে বৈঠক সারলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। তবে বৈঠকের বিষয় নিয়ে দুজনেই সংবাদ মাধ্যমের সামনে কোনও কথা বলেননি।
বহুদিন ধরেই জল্পনা চলছিল কবে শোভন চ্যাটার্জি ও বৈশাখী ব্যানার্জি দলে সক্রিয় হবে। রবিবার সেই প্রশ্ন শেষ হল। আগামীকাল দক্ষিণ কলকাতা জেলা বিজেপি আয়োজিত মিছিলে শোভন চ্যাটার্জি ও বৈশাখী ব্যানার্জি উপস্থিত হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানান, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি গুরুত্বপূর্ণ নেতা। তাদের সঙ্গে আজ দলীয় ব্যাপারে কথা হয়েছে। আগামী সোমবারের মিছিলে দুজনেই অংশগ্রহণ করছে। এমনকি শোভন চট্টোপাধ্যায়ের জন্য হেস্টিংস অফিসে বরাদ্দ ঘরেও বসলেন কলকাতার প্রাক্তন মেয়র।
প্রসঙ্গত, কলকাতার প্রাক্তন মেয়রকে বহুদিন ধরে বিজেপিতে সক্রিয় করার জন্য উদ্যোগ নিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। গত সপ্তাহে শোভন চ্যাটার্জি ও বৈশাখী ব্যানার্জিকে নিয়ে একটি মিছিল করার কথা ঘোষণা করেছিল রাজ্য বিজেপি। শেষ মুহূর্তে বৈশাখী ব্যানার্জি ও শোভন চ্যাটার্জি সেই মিছিলে আসতে পারবে না বলে জানিয়েছিলেন। তারপর তাদের মান ভাঙাতে সক্রিয় হয় বিজেপি। বিজেপি নেতা দেবজিত সরকার দুজনের সঙ্গেই দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠক শেষে তারা জানিয়ে দেন, খুব শীঘ্রই তারা দলীয় অফিসে যাবেন। সেই প্রক্রিয়া আজ শেষ হল। শোভন চ্যাটার্জি ও বৈশাখী ব্যানার্জি দুজনেই বিজেপি দপ্তরে পা রাখলেন।