Bijpur, Toto driver, বীজপুরে টোটো চালকের মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত, ধৃত অভিযুক্ত

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ সেপ্টেম্বর:
বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন কুলিয়া রোডে এক টোটো চালকের মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক মদ্যপ দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে মদ্যপ এক যুবক রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ করেছিল। সেই সময় টোটো চালকরা মদ্যপ যুবককে সেখান থেকে সরিয়ে দেয়। অভিযোগ, পেশায় টোটো চালক নেপাল দাস বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই মদ্যপ ওই যুবক তাঁর ওপর চড়াও হয়। আক্রান্ত নেপাল দাসের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে দু’বার গুলি চালানোর চেষ্টা করে ওই দুষ্কৃতী। কিন্তু গুলি বেরোয়নি। প্রাণ বাঁচাতে ওই দুষ্কৃতীর সঙ্গে আক্রান্ত টোটো চালক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সেই সময় পিস্তলের বাঁট দিয়ে ওই দুষ্কৃতী তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ আক্রান্ত টোটো চালকের। ঘটনাস্থল থেকে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মদ্যপ যুবককে পাকড়াও করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইব্রাহিম মন্ডল। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, শুধু ব্যারাকপুর নয়, গোটা বাংলা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। তৃণমূলের লোকজন এখন তৃণমূলকেই মারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *