সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ আগস্ট: লায়ন্স ক্লাব অফ বাঁকুড়ার উদ্যোগে আজ এক বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। হেভির মোড়ে লায়ন্স সেবা নিকেতনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।বিশ্ববিদ্যালয় ও কলেজ ও স্কুলের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫১জন প্রতিযোগী অংশগ্রহণ করে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬ জন অধ্যাপক বিচারকের ভূমিকা পালন করেন।
সভাপতি লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া, লায়ন অভিষেক আগরওয়াল চেয়ারম্যান ডিবেট কম্পিটিশন, লায়ন পরীক্ষিত কর, লায়ন বিপ্রদাস মিদ্যা, লায়ন কাকলি প্রধান, লায়ন সেবাদিত্য পাল, লায়ন পুরুষোত্তম পেটেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ সুরাল।এবং উপস্থি ছিলেন পাস্ট ইন্টারন্যশনাল ডিরেক্টর বিষ্ণু বাজোরিয়া।