আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ ফেব্রুয়ারি: শুক্রবার আচমকা গাড়লিয়া পৌরসভার ন’ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর বন্ধ করে দিল পৌরসভার সরকারি কাজ। নির্দল কাউন্সিলর মাকসুদ হাসান পৌরসভার সমস্ত দপ্তরে গিয়ে হাত জোর করে বলেন, আপনারা কাজ বন্ধ রাখুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা না বলা পর্যন্ত আপনারা জোর করে কাজ করবেন না। এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল কাউন্সিলরকে।
যদিও সরকারি কাজ বন্ধ হওয়ায় বিপাকে পড়ে যান সাধারণ মানুষ। পৌরসভা থেকে চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলে উনি স্থানীয় নোয়াপাড়া থানায় বিষয়টি জানান। তড়িঘড়ি পৌরসভায় উপস্থিত হন নোয়াপাড়া থানার পুলিশ। তারা এসে কাউন্সিলরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি সরকারি কাজ কোনোভাবেই বন্ধ করতে পারেন না। আপনার যা বক্তব্য তা আপনি পৌর প্রধানকে জানাবেন। এর পরেই শারীরিক অসুস্থতা নিয়ে পৌরসভায় উপস্থিত হন পৌর প্রধান রমেন দাস। তিনি অশোক সিং, কাউন্সিলর মাকসুদ হাসানকে নিজের ঘরে আলোচনার জন্য ডেকে পাঠান। বেশ কিছুক্ষণ আলোচনার পরেই পুরপ্রধানের ঘরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কাউন্সিলর।