আমাদের ভারত, ১৯ মে: কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ) সম্পর্কে শনিবার আরামবাগের নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, তার কড়া প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার শুভেন্দুবাবু কার্তিক মহারাজের ছবি-সহ এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমি ভারত সেবাশ্রম সংঘের পাশে আছি। আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পাশে আছি। আমি ইসকনের পাশে আছি। আমি সকল শ্রদ্ধেয় হিন্দু সন্ন্যাসীদের পাশে আছি।”
‘যে লোকটা বলেন, আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না। সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না।’ শনিবার এই ভাষাতেই কার্তিক মহারাজের নাম করে গোঘাটের সভা থেকে সাধুদের একাংশকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার রাত ৮টার আগেই শুভেন্দুবাবুর পোস্টের রিপোস্ট, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৮৮৮, ২২ ও ২,৫৫৩ বার। দেখেছেন ২০ হাজার ৭০০ নেটনাগরিক।