আমাদের ভারত, ১৯ মে: শনিবার আরামবাগের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর রটনা বাংলার জনগণের জন্য একটি প্রতারণা বলে কটাক্ষ করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রবিবার সুকান্তবাবু মুখ্যমন্ত্রীর শনিবারের নির্বাচনী ভাষণের বিতর্কিত অংশের ভিডিও যুক্ত করেএক্স হ্যান্ডলে লিখেছেন, “ইসকন, আরকেএম, এবং ভারত সেবাশ্রম সংঘের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক আক্রমণ একটি নতুন নিম্ন স্তরে পৌঁছেছে৷ তিনি তাঁদের ভারতের ভবিষ্যৎ হুমকি হিসাবে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেছেন, আরকেএম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজেপির পক্ষে প্রচারণা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী হিসাবে, তাঁর বিভ্রান্তিকর রটনা বাংলার জনগণের জন্য একটি প্রতারণা। #লজ্জাজনক”।
দুপুরে সুকান্তবাবু এটি পোস্ট করার পর রাত ৮টার আগেই রিপোস্ট, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৫০৩, ৪ ও ১,০৮৯ বার। দেখেছেন ১২ হাজার ৯০০ নেটনাগরিক।