সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ মার্চ: পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে আত্মহত্যা করলো এক পরীক্ষার্থী। আজ সকালে বাঁকুড়ার জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানাগেছে, কারকবেড়িয়া গ্রামের বর্ষা দে এবছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। স্থানীয় টানাদিঘি হাইস্কুলের এই ছাত্রীর রাজগ্রাম হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল। পড়াশোনায় মেধাবী হলেও ইদানিং তার মনে ভয়ের উদ্রেক হয়। সেই কারণে সে অস্থিরতায় ভুগছিল। সে কথা সে তার পরিবারেও জানায়। গতকাল সে অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আজ সকালে সে ঘুম থেকে উঠে যথারীতি পড়াশোনাও করে। তার মা মেয়ের পরীক্ষা দিতে যাওয়ার জন্য খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন। পরীক্ষার সময় হয়ে আসায় তিনি মেয়েকে ডাকতে গিয়ে দেখেন সিলিংয়ে গলায় ওড়না পেঁচিয়ে মেয়ে ঝুলছে।
খবর পেয়ে প্রতিবেশী ও আত্মীয়রা ছুটে আসেন। তৎক্ষণাৎ তাকে কোতুলপুরে গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অনুমান করা হচ্ছে পরীক্ষার ভীতিতে এই ঘটনা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।