আমাদের ভারত, ১৫ জুলাই: “যতই বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হোক, যতই মমতার ঠ্যাঙাড়েবাহিনী ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখুক, যতই পুলিশ-প্রশাসন দলদাসত্ব করুক, মমতা ক্ষমতাচ্যুত হবেন। হবেনই।” সোমবার এই ভাষাতেই তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি এক্স-বার্তায় লিখেছেন, “মুলোগুষ্ঠি দিবারাত্র আমাকে বুড়ো, ঘাটের মড়া, ইত্যাদি বলে যাচ্ছে। এ কথাগুলো তো সত্যিই। কিন্তু যেই না আমি ওদের নেত্রীর সঠিক বয়সের ব্যাপারে মন্তব্য করেছি, বাপরে বাপ, কি বিস্ফোরণ!
কিন্তু কেন? ওঁর কি বয়স বাড়ে না? নাকি সুকুমার রায়ের সৃষ্ট হিজি বিজ বিজের মত কিছুটা বেড়ে আবার কমতে থাকে?
একটা জিনিস বুড়ো হবার ফলে আমি বুঝতে পারি যেটা অল্পবয়সীরা বোঝে না। সেটা হল, রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু হয় না।”