আমাদের ভারত, ১৫ জুলাই: ৭২ বছর বয়সী কেপি শর্মা ওলি নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান। তাঁর দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্ট) মধ্য-বাম ঘরানার নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছে। সোমবার তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স-বার্তায় মোদী কেপি শর্মা ওলিকে লিখেছেন, “নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগের জন্য আপনাকে অভিনন্দন। আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বের গভীর বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতাকে আরও প্রসারিত করতে হবে। ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।”
প্রসঙ্গত, নেপালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা ওলি। দেশের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল রোববার তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। সোমবার তিনি শপথ গ্রহণ করেন।