Covishield, Supreme Court, কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া কতটা মারাত্মক? খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের প্যানেল গঠনের আর্জি সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ১ মে: অ্যাস্ট্রোজেনিকা তৈরি টিকা ভারতে যার নাম কোভিশিল্ড, সেই টিকার ডোজে বিরল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবর প্রকাশে আসতেই হইচই পড়ে গেছে দেশে। কারণ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এই টিকা নিয়েছিলেন। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। কোভিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারটি খতিয়ে দেখতে আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে।

অ্যাস্ট্রোজেনেকার কোভিড টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এমনটা দাবি করে ব্রিটেনের আদালতে প্রথম মামলা হয়েছিল। এতদিন পর্যন্ত বিষয়টি নিয়ে টিকা প্রস্তুতকারক সংস্থা কোনো কথাই বলেনি। কিন্তু সম্প্রতি তারা মেনে নিয়েছে তাদের ভ্যাক্সিন নেওয়া মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।

বিশাল তিওয়াড়ি নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা করেছেন। তাঁর দাবি, চিকিৎসকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলির সঙ্গে সম্পর্কিত ঝুঁকি গুলি নিয়ে মূল্যায়ন করা হোক। একইসঙ্গে যারা এই ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বা মারা গিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়ারও আর্জি জানানো হয়েছে। ভারতে এই কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেছিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। একাধিক অভিযোগ, মামলার পর অ্যাস্ট্রোজেনেকা স্বীকার করেছে যে, তাদের তৈরি টিকা যারা নিয়েছে তাদের মধ্যে থম্বোসিস বা রক্ত জমাট বাধার লক্ষণ দেখা দিতে পারে। আগেও ভ্যাকসিন নেওয়ার পর যে উপসর্গ গুলো দেখা দিয়েছে তার নাম চিকিৎসার ভাষায় টিটিএস। এমনকি রক্তের প্লেটলেট বা অনুচক্রিকা কমতে দেখা গেছে।

কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে সংস্থার তরফে বলা হয়েছে। “আমরা সমবেদনা জানাই সেই সব মানুষের প্রতি যারা ভ্যাকসিনের কারণে তাদের প্রিয়জনকে হারিয়েছে, একই সঙ্গে যারা এই পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে অসুস্থ তাদের প্রতিও সমবেদনা জানাচ্ছি। তবে রোগীদের সুরক্ষা সর্বদাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। ভ্যাকসিন সহ সমস্ত ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আমাদের কঠোর নীতি রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *