সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১ মে: “ভুয়ো শিক্ষকের খেসারত ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের উপর পড়েছে,” এমনই দাবি করে সেই শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষতিপূরণের দাবিতে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বুধবার, পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত তাঁর কার্যালয়ে সংবাদ মাধ্যমের কাছে তিনি এই কথা জানান।
দলের জেলা সভাপতি বিবেক রাঙা ও সহ সভাপতি শঙ্কর মাহাতোকে পাশে নিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে। ভুয়ো শিক্ষকরা শিক্ষার্থীদের কেমন পড়িয়েছেন গ্রামে ঘুরে সেটা আমি নিজেও পরখ করেছি। ওই পড়ুয়াদের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে। তবে, ব্যতিক্রমী কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে পড়ুয়াদের। আর সেই সব অভিভাবক যাঁরা ছেলে মেয়েদের ভরসা করে সরকার পরিচালিত ওই স্কুলে শিক্ষকদের ভরসা করে পাঠিয়েছিলেন। আমি আদালতের কাছে গোটা পরিস্থিতি নিয়ে বিচার চাইব। আমার আবেদনের পর আদালত যা বিবেচনা করবে সেটাই আমি মাথা পেতে নেব।