আমাদের ভারত, ১৪ সেপ্টেম্বর: আর জি কর কান্ডের বিরোধিতায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। আর তাতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেপ্তারির ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাল্টা তৃণমূলকে দোষী সাব্যস্ত করেছে সিপিআইএম নেতৃত্ব। গোটা বিষয়টিকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে।
সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেছেন যে, ঘটনাক্রমের মধ্যে দিয়ে কলতানকে গ্রেফতার করা হয়েছে তাতে জাস্টিস ফর আর জি কর দাবিতে হাওয়া গণ আন্দোলনকে বদনাম করার চেষ্টা হচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। তার দাবি, শাসক দলের আইটি সেল এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল একই ভাষায় কথা বলছেন। কিন্তু তাদের বক্তব্যের কোনো প্রমাণ দেওয়া হয়নি। কোনো ক্ষমা চাওয়া হয়নি। তদন্তের বিষয়টিও সংবাদমাধ্যমের থেকে চেপে যাওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের উপর হামলার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে তিনি সেই দাবি করেন।
তারপরই কলতান দাশগুপ্ত গ্রেপ্তার হন। সিপিএমের দাবি, এই ঘটনাক্রম থেকে স্পষ্ট, যে ইচ্ছে করে সিপিএমের তরুণ কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এক্ষেত্রে মহম্মদ সেলিম ভীমা কোরেগাঁও মামলার প্রসঙ্গ টেনে আনেন সেলিম। বাদ দেননি দিল্লি হিংসার ঘটনাকেও।
তাঁর কথায়, ভীমা কোরেগাঁও মামলায় বিজেপি সরকার যে কাজ করেছে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই পথে অনুসরণ করছে। আমরা কমরেড কলতান দাশগুপ্তকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য রাজ্য পুলিশের কাছে দাবি জানাচ্ছি। এই ধরনের মিথ্যা জাল অডিও যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য মামলা দায়ের করার দাবি করছি। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করা হোক, এই দাবিতে অটল আছি।
কলতানের গ্রেপ্তারির বিরুদ্ধে তীব্র নিন্দা করে সেলিমের দাবি, তৃণমূল সরকার বিজেপির দেখানো পথে হাঁটছে। নকল জাল ইলেক্ট্রনিক প্রমাণের ভিত্তিতে আন্দোলনকারীদের মিথ্যে অভিযোগে জেলে পাঠানো হয়েছিল দিল্লিতে। বাংলাতেও তাই হচ্ছে। তাঁর স্পষ্ট অভিযোগ, শাসক ও পুলিশ স্বাধীনতা দিবসের প্রাক্কালে আর জি কর হাসপাতালে হিংসাত্মক আক্রমণ ও প্রমাণ ধ্বংসের সুযোগ করে দিয়েছিল অপরাধীদের।
কলতানের যে অডিও ভাইরাল হয়েছে সে প্রসঙ্গে সেলিমের মত তৃণমূলের আইটি সেল ডিপফেক এবং সাজানো ক্লিপ ব্যবহারে পারদর্শিতা দেখাচ্ছে।