আমাদের ভারত, মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: এক রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে ব্যাপক ভাঙ্গচুর চালিয়েছেন রোগীর আত্মীয়রা। শনিবার সকালে
খড়গপুর রেলের মেন হাসপাতালে এস শঙ্কর রাও (২৮) নামে এক ব্যক্তিকে ভর্তি করেছিলেন বাড়ির লোকেরা। ভর্তি করার ঘন্টা দুয়েক পর ব্রেন টিউমারের কারণে অসুস্থ ওই রোগীর মৃত্যু হয়। এরপরে চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে পরিবারের লোকজন ও এলাকাবাসীরা ক্ষুব্দ হয়ে রেলের মেইন হাসপাতলে ভাঙ্গচুর চালান। ভাঙ্গচুরের খবর পেয়ে রেলের পুলিশ ও ডিআরএম ঘটনাস্থলে পৌঁছান। ডিআরএমের কাছে ডাক্তারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয়রা। তাদের অভিযোগ, সঠিক চিকিৎসা না হওয়ার কারণে এস শংকর রাওয়ের মৃত্যু হয়(২৮)।
দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার ডি আর এম মনোরঞ্জন প্রধান জানিয়েছেন, চিকিৎসকদের গাফিলতির অভিযোগ ঠিক নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।