আইসিসিইউতে প্রবেশ করবে দেশের অর্থনীতি, বাজেট প্রসঙ্গে বললেন অমিত মিত্র

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ ফেব্রুয়ারি:
ভারতীয় অর্থনীতি আইসিসিইউতে চলে যাচ্ছে বলে দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজেটের নিন্দায় মুখর হন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি আইসিসিইউতে ঢুকেছিল। এরপর আইসিসিইউতে আরও বেশি দিন দেশের অর্থনীতি থাকবে বলে জানান তিনি। রাজ্যের অর্থমন্ত্রী আরও দাবি করেন, গরিব মানুষের পরিপন্থি এই বাজেট। গরিব মানুষের কর্মসংস্থানের কোনও দিশা নেই এই বাজেটে। এমনকি কেন্দ্রীয় সরকারের বাজেটকে জনবিরোধী বলে বিজেপি সরকারকে কটাক্ষ করেন অমিত মিত্র।

সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমন করে রাজ্যের অর্থমন্ত্রী বলেন, কোনও কিছু চিন্তাভাবনা না করেই পেশ করা হয়েছে বাজেট। পাশাপাশি রাষ্ট্রায়ত্ব সংস্থা গুলির বিলগ্নিকরণ নিয়েও মোদী সরকারকে আক্রমন করেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবার এলআইসির শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যা কল্পনা করা যায় না। লাভজনক হওয়া সত্বেও এবার বিমা সংস্থা গুলিকে বিক্রি করা হবে বলে অভিযোগ করেন অমিত মিত্র। বাজেটকে এককথায় তিনি মানুষের বিপক্ষের বাজেট বলে জানিয়েছেন অমিত মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *