বাসস্ট্যান্ডের জায়গায় বাড়ি, কড়া পদক্ষেপ ক্ষীরপাই পৌরসভার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: পৌরবাসীদের দীর্ঘদিনের দাবি মত ক্ষীরপাই হালদার দিঘিতে বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হলো রাজ্য সরকারের উদ্যোগে।

উল্লেখ, প্রশাসনিক মিটিংয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ক্ষীরপাই হালদার দিঘিতে বাসস্ট্যান্ড করার জন্য আবেদন জানান। মুখ্যমন্ত্রী মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে বাসস্ট্যান্ডটি মঞ্জুর করেন। সেই মতো প্রাথমিক পর্যায়ে দু’ কোটি টাকা ব্যয়ে বাসস্ট্যান্ডের কাজ শুরু হয়েছে। পৌরসভার আবেদনের সাড়া দিয়ে বাস স্ট্যান্ড এলাকায় বেদখলকারীরা তাদের কাঠামোগুলি সরিয়ে নেয়। কিন্তু দীর্ঘদিন ধরে জনৈক ব্যক্তি তার বসত বাড়িটি ভাঙ্গতে চাইছিলেন না।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বেদখলকারী ব্যক্তিকে সরকারি জমি দখলমুক্ত করার কথা বললেও তিনি কর্ণপাত করেননি। তাই পৌরসভা একরকম বাধ্য হয়ে কড়া পদক্ষেপ নেয়। জানা যায়, আজ পৌরসভা বিশাল পুলিশ বাহিনী নিয়ে বেদখল বসতবাড়িটি উচ্ছেদ করেন। পৌরসভার এই ভূমিকায় এলাকাবাসীরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *