আমাদের ভারত, ১৯ অক্টোবর: “শিখ ধর্মের চতুর্থ গুরু গুরু রামদাসজির জন্মবার্ষিকীতে শুভেচ্ছা। গুরু রামদাসজি শুধুমাত্র শিখ ধর্মের সেবার চেতনাকে শক্তিশালী করেননি বরং জনকল্যাণের কাজেও নতুন প্রেরণা দিয়েছেন।” শনিবার গুরু রামদাসের জন্মদিনে এই শ্রদ্ধার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এক্সবার্তায় অমিত শাহ লিখেছেন, “অমৃতসর শহর প্রতিষ্ঠা করেছিলেন গুরু রামদাসজি। সেখানে তিনি ‘লঙ্গর ঐতিহ্য’কে আরও শক্তিশালী করেছিলেন। ধর্ম, শিল্প এবং শিল্পকলার একটি প্রধান কেন্দ্র হিসাবে স্বীকৃত হয়েছে সেটি। সামাজিক সম্প্রীতির জন্য জনসচেতনতা সৃষ্টি করেছিলেন গুরু রামদাসজি। তাঁর জীবন অনন্তকাল পর্যন্ত জনসেবার পথ দেখাতে থাকবে।”