আমাদের ভারত,১৬ নভেম্বর:মধ্যপ্রদেশের গোয়ালিয়রে গান্ধীজীর হত্যাকারী নাথুরাম গডসে এবং তার সহযোগী নারায়ন আপ্তের ফাঁসির ৭০ বছর বলিদান দিবস হিসেবে পালন করা হলো দৌলতগঞ্জের হিন্দু মহাসভার অফিসে।
ছবিতে মালা দিয়ে আরতি করে, ভজন গেয়ে বলিদান দিবস পালন করা হয়। হিন্দু মহাসভার শীর্ষ কর্মকর্তা জয়বীর ভরদ্বাজ জানান, আমরা অনেকদিন ধরেই নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের হত্যার দিনটিকে বলিদান হিসেবে পালন করছি।
এই কর্মসূচি পালনের পর তারা রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথের উদ্দেশ্যে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের কাছে একটি দাবিপত্র দেন। এই দাবি পত্রে চারটি দাবির উল্লেখ রয়েছে।
প্রথম দাবি হলো, ট্রায়াল কোর্টের কাছে গডসের বয়ানকে স্কুল শিক্ষার পাঠক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হোক। এতে তরুণ প্রজন্ম গডসের বাস্তবিক জাতীয়তাবাদী ধারণা সম্পর্কে জানতে পারবে।
দ্বিতীয় দাবি হলো, দশম শিখ গুরু গোবিন্দ সিং-এর দুই পুত্রের মৃত্যু দিনকে বাল শহীদ দিবস হিসেবে পালন করা হোক।
তৃতীয় দাবী হলো, নাথুরাম গডসের যে মূর্তি ২০১৭ সালে মহাসভার অফিস থেকে স্থানীয় পুলিশ বাজেয়াপ্ত করেছিল তা ফেরত দেওয়া হোক।
চতুর্থ দাবি, জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি যারা ভেঙেছে তাদের দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত করে গ্রেফতার করা হোক।
এই অনুষ্ঠান পালনের সময় কার্যালয়ের বাইরেই উপস্থিত ছিল স্থানীয় পুলিশ প্রশাসন । উল্লেখযোগ্য বিষয় হলো দু’বছর আগে যখন বিজেপি ক্ষমতায় ছিল ওই রাজ্যে তখন মহাসভার কার্যালয়ে মন্দির তৈরি করে গডসের মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হলে পুলিশ সেই মূর্তি বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায়। কিন্তু এখন রাজ্যে কংগ্রেস শাসন ক্ষমতায় রয়েছে। কিন্তু তবুও স্থানীয় প্রশাসন ও পুলিশ এই অনুষ্ঠানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।