নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ ডিসেম্বর:
পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে কলকাতায় মিছিল করল হিন্দু সংগঠনগুলি। বুধবার সংঘ ঘনিষ্ঠ একাধিক সামাজিক সংগঠন শিয়ালদহ থেকে মিছিল করার জন্য শহরে আসেন।
বেলা ১২টা ৪০ প্রথম হিন্দু সংগঠনের কর্মীদের শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। তারপর সময় যত এগিয়েছে শিয়ালদহ স্টেশন থেকে একের পর এক হিন্দুজাগরণ মঞ্চের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। সেই সময় হিন্দু সংগঠনের কর্মী সমর্থকেরা বুঝতে পারেন বীরবাহাদুর সিংয়ের গুলির ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবিতে মিছিল করতে দেবে না পুলিশ। তাই চুপিসারে হিন্দু নেতারা কৌশল বদলে ফেলেন। তারা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে এড়িয়ে উপস্থিত হন মৌলালি মোড়ে। পুলিশের বোঝার আগেই মৌলালি থেকে মিছিল শুরু করে। খবর পেয়ে সোজা মৌলালির দিকে রওনা হন ডিসি দেবস্মিতা দাস। তার সঙ্গে যান বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে অবশ্য মিছিল পৌছে যায় তালতলার সামনে। সেই মিছিল আটকাতে ধর্মতলা থেকে ছুটে আসে পুলিশ। দৌড়ে গিয়ে হিন্দুজাগরণ মঞ্চের সদস্যদের গ্রেফতার করে পুলিশ।
যদিও গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়ার মতো পুলিশের গাড়ি ছিল না। অভিযোগ যাত্রীদের টেক্সি থেকে নামিয়ে হিন্দু সমর্থকদের লালবাজারে নিয়ে যায় পুলিশ। তারপরে মৌলালি মোড়ে শুরু হয় পুলিশের অভিযান। পুলিশ মৌলালির আশেপাশের গলিতে ঢুকে পড়ে। গলির ভিতরে লুকিয়ে থাকা সংঘ কর্মীদের গ্রেফতার করে তালতলা থানার পুলিশ। যদিও পুলিশের চোখে ফের ফাঁকি দিয়ে ধর্মতলা পর্যন্ত পৌছে যায় কয়েকজন হিন্দুজাগরণ মঞ্চের সদস্যরা। পরে সেখানে বিজেপি নেতা অনুপম হাজরা পৌছালে ফের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।