আমাদের ভারত, শঙ্করপুর, ৪ ডিসেম্বর: শঙ্করপুর মৎস্য বন্দর এলাকায় থাকা একাধিক বেআইনি মদ দোকানে ভাঙ্গচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় এলাকার মহিলারা। শঙ্করপুর মৎস্য বন্দরের ড্রেজিং নিয়ে এমনিতেই বিক্ষোভ আন্দোলন চলছে। ড্রেজিং নিয়ে আন্দোলনের মধ্যেই আজ মদের দোকানগুলিতে ভাঙ্গচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
শঙ্করপুরে দীর্ঘদিন ধরে মৎস্য বন্দরের মোহনার মুখে পলি জমে থাকায় দুর্ঘটনার কবলে পড়ছে বহু লঞ্চ, ট্রেলার। মৎস্যজীবীদের পক্ষ থেকে ড্রেজিংয়ের আবেদন নিয়ে আজ আন্দোলন শুরু করলেন শঙ্করপুর এলাকার মহিলারা। এই আন্দোলনের মধ্যেই প্রশাসনের ব্যর্থতায় এলাকায় বহু অবৈধ মদের দোকান গজিয়ে ওঠায় এলাকা দূষিত হচ্ছে। তারই প্রতিবাদে স্থানীয় মহিলারা শঙ্করপুর মৎস্য বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন আজ। পাশাপাশি বেশকয়েকটি মদের ঠেক ভেঙে আগুন ধরিয়ে দেন তারা।
সম্প্রতি এক মৎস্যজীবী মদ খেয়ে বচসার জেরে খুন হন। সেই নিয়েও ক্ষোভ ছিল এলাকার মানুষের মনে। সেই ক্ষোভের আজ বহিঃপ্রকাশ ঘটল এলাকায়। ড্রেজিং নিয়ে বিক্ষোভের জেরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও পুলিশের চোখের সামনেই অবৈধ মদের দোকান গুলিকে ভেঙ্গে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারী মহিলারা।