“ধর্ষিতার উচিত সঙ্গে কন্ডোম রাখা, খুন এড়াতে ধর্ষককে সহযোগিতাও করা উচিত ” বিতর্কিত পোস্ট পরিচালকের

আমাদের ভারত,৪ ডিসেম্বর:একের পর এক গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে দেশ। ক্ষোভে ফুঁসছে মানুষ। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে সারাদেশ। নানা ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অভিযুক্তদের চূড়ান্ত শাস্তি চেয়েছেন। অথচ ধর্ষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক মন্তব্য করে বসে আছেন সিনেমা পরিচালক ড্যানিয়েল শ্রদবান। তিনি মনে করেন ধর্ষণের পর খুনের ঘটনা আটকাতে মহিলাদের উচিত কনডম সঙ্গে রাখা। একইসঙ্গে ধর্ষকদের সহযোগিতা করারও পরামর্শ দিয়েছেন তিনি।

ফেসবুকে করা একটি পোস্টে নিয়ে লিখেছেন, মহিলাদের উচিত সাহায্যের জন্য পুলিশকে ফোন না করে সঙ্গে কনডম রাখা। তাছাড়া ধর্ষকদের যথাযথ সহযোগিতা করা। তাহলেই একমাত্র ধর্ষণের পর নৃশংস খুনের ঘটনা আটকানো সম্ভব। শাস্তি পাওয়ার ভয় ধর্ষকরা খুনের ঘটনা ঘটান বলে মত তার। তাই মেয়েদের উচিত ধর্ষকদের সহযোগিতা করা। তিনি বলেন ধর্ষণ ক্ষমাযোগ্য অপরাধ।

তিনি আরো বলেন নির্ভয়া এবং প্রিয়াঙ্কা কোনদিন বিচার পাবেন না। যৌন চাহিদা পূরণের জন্যই পুরুষ মানুষ ধর্ষণ করে যা নির্ভর করে সময় এবং মর্জির ওপর। ফলে মহিলারা যদি পুরুষের এই যৌন চাহিদায় বাধা দেয় তাহলে ধর্ষণ করা ছাড়া তার আর কোন উপায় থাকেনা।

সিনেমা পরিচালকের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল নিন্দার ঝড় উঠেছে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত পোস্টটি ডিলিট করেছেন পরিচালক।পরে নিজের করা এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি আরোও একটি পোস্ট দিয়ে।

কিন্তু পরিচালকের এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। বেশিরভাগ সমালোচকই ডেনিয়েলকে মানসিক বিকারগ্রস্থ বলেছেন।

One thought on ““ধর্ষিতার উচিত সঙ্গে কন্ডোম রাখা, খুন এড়াতে ধর্ষককে সহযোগিতাও করা উচিত ” বিতর্কিত পোস্ট পরিচালকের

  1. Amarnath De says:

    যদি বহুজন মিলে সঙ্গম করতে চায়, সেক্ষেত্রে তা আটকানোর উপায় কি হবে ? তাছাড়া বহু ধর্ষক তামসিক সঙ্গম বা সঙ্গমের সাথে মারধর করাও পছন্দ করে তাদের বিকৃত মানসিকতার জন্য। সেক্ষেত্রে পরিচালক মহাশয় কোন উপায় বাতলান ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *