আমাদের ভারত, ১৫ এপ্রিল: সপ্তাহজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হবে বঙ্গবাসীকে। উত্তরের কিছু জেলায় সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপাতত বৃষ্টি হচ্ছে না। বরং শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা আরো বাড়বে। এই কারণে আবহাওয়া অফিসের পরামর্শ সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত না বেরোনোই ভালো।
সোমবার সকাল থেকেই অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপটও বেড়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই পরিস্থিতি থাকতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আরও চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে।
তবে চলতি সপ্তাহে আবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে। দার্জিলিং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরেও একই সতর্কবার্তা রয়েছে।