Dilip Ghosh, Mamata, বাংলায় বিভিন্ন কারণে খুব চাপে ছিলেন, তাই মন ফুরফুরে করতে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর: দিলীপ ঘোষ

আমাদের ভারত, নদিয়া, ২৬ মার্চ: দিলীপ ঘোষ কারোর দয়ায় নেতা হয়নি, কারোর দয়ায় টিকে নেই, নদিয়ার কৃষ্ণনগরে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, মনটা ফুরফুরে করতে তিনি বিদেশ ঘুরতে গেছেন।

আজ নদীয়ার কৃষ্ণনগরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন নদীয়ার কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজ মাঠে সকালে বিজেপি কর্মী- সমর্থকদের নিয়ে প্রাতঃ ভ্রমণে অংশগ্রহণ করেন তিনি। পরে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে চায়ে পে চর্চা করেন কর্মী সমর্থকদের সঙ্গে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইফতার পার্টি প্রসঙ্গে তিনি বলেন, ইফতার করছে তারা করুক, হিন্দুরা যেমন মহাকুম্বে যাচ্ছে। তবে ইফতার নিয়ে রাজনীতি না করাই ভালো। অপরদিকে মেকি মুসলমান থেকে সাবধান হওয়া উচিত বলেও তিনি সকলকে সতর্ক করেন।

অপরদিকে হুমায়ুন কবিরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেতা বলেন, দিলীপ ঘোষের কাউকে প্রয়োজন হয় না। কারোর দয়ায় তিনি নেতা হননি, কারোর দয়ায় তিনি টিকে নেই, তাঁর সঙ্গে তাঁর দলের কর্মী-সমর্থকরা রয়েছেন। তবে হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আর থাকবে সে তিনি আমাকে যতই গালাগালি দিক। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, বাংলায় খুব চাপ। সেই আরজি কর থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘটনা ঘটছে, সেই কারণে বাইরে গেলে মনটা ফুরফুরে হয়। উনি গিয়েছেন মনটা ফুরফুরে করতে। গত ১৫ বছর ধরে বাংলায় কোনরকম উন্নয়ন নেই তবে তিনি লন্ডনে গিয়ে বাংলায় লগ্নি করতে বলছেন শিল্পপতিদের। পশ্চিমবঙ্গ তো বাংলাদেশ হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *