আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ ডিসেম্বর: সম্প্রতি বাংলাদেশের সনাতনী হিন্দুদের ওপর ক্রমাগত চলতে থাকা অত্যাচারের অভিযোগ বারবার উঠছে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে। বাংলাদেশে কারাগারে বন্দি রয়েছেন ইস্কনের সন্যাসী চিন্ময় কৃষ্ণ। তাঁকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে বাংলাদেশের জেলে। সেখানে তাঁর ওপর অত্যাচার চলছে বলে দাবি করলেন তাঁর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ।
ছেলের কাছে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ব্যারাকপুরে এসেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিন্ময় কৃষ্ণকে আইনি সহয়তা দেবেন। তবে তিনি মরতে ভয় পান না। তিনি একজন শুধু আইনজীবী নয়, তিনি একজন মানবাধিকার কর্মীও। তাই চিন্ময় প্রভুর মুক্তি জন্য তিনি ভারত থেকে চিকিৎসা করে আবার ঠিক তারিখ অনুযায়ী হাজির হবেন বাংলাদেশের আদালতে। যা পরিস্থিতি চলছে তা একদমই ভালো নয়। এদিন তিনি বাংলাদেশে হিন্দুদের সঙ্গে কী অন্যায় চলছে তার বেশ কয়েকটি চিত্র তুলে ধরেন। এদিন তিনি বলেন, বাংলাদেশে এক আইনজীবী খুন হয়েছেন। কিন্তু অদ্ভুতভাবে অপর এক হিন্দু আইনজীবীকে খুনের জন্য দায়ী করে দেওয়া হয়েছে। আর তার জন্য সকল হিন্দুদের ওপর শাস্তি নামিয়ে আনা হয়েছে।
এদিন তিনি বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা বাংলাদেশে মুক্তি যুদ্ধের সময় সকলে এক সঙ্গে লড়াই চালিয়েছিলাম। তার অন্যতম কারণ ছিল আমরা সব জাতির মানুষ এক সাথে বাঁচতে চেয়েছিলাম। মিলেমিশে থাকতে চেয়েছিলাম। কিন্তু বর্তমান বাংলাদেশে যে সরকার চলছে সেটা ভিত্তিহীন সরকার চলছে। এদিন তিনি আরো বলেন যে, তিনি পালিয়ে যাবার জন্য ভারতে আসেননি। আবার ২রা জানুয়ারি চিন্ময় প্রভুর আইনি সহয়তার জন্য বাংলাদেশ আদালতে হাজির হবেন।