আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ জানুয়ারি: ২০২০ সাল করোনা আতঙ্কে কেটেছে আমাদের সকলের। টানা লকডাউনে গৃহবন্দি থেকে হাপিয়ে উঠেছিল মানুষ। আর নতুন বছরের প্রথম দিনে মানুষ আনন্দ উপভোগ করছে মন খুলে। মুর্শিদাবাদের নবাবের শহর তথা মুর্শিদাবাদের পর্যটন কেন্দ্র লালবাগ, সেখানেও সকাল থেকেই পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতন। হাজারদুয়ারি মিউজিয়াম আজ শুক্রবার হওয়ায় বন্ধ ছিল। ঘুরতে আসা পর্যটকদের মধ্যে যারা জানতো না শুক্রবার হাজারদুয়ারি মিউজিয়াম বন্ধ থাকে তারা হাজারদুয়ারি মিউজিয়াম ঘুরতে এসে বাইরে থেকেই ঘুরে যায়। হাজারদুয়ারি পর্যটকদের নিরাশ করলেও পর্যটকদের মন ভোলালো শহরের অন্য পর্যটন স্থান প্রকৃতির তীর্থক্ষেত্র মতিঝিল পার্ক, কাঠগোলা বাগান, নশিপুর রেল ব্রিজ সহ আরও দর্শনীয় স্থান।
কাঠগোলা বাগানে যথারীতি তিল ধারণের জায়গা নেই। বছরের প্রথম দিনে পর্যটকের ঢল নেমেছে কাঠগোলা বাগানে। একই অবস্থা মতিঝিল পার্কেও। সেখানেও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। নসিপুর রেল ব্রিজ দেখার জন্য সেখানেও ভিড় জমিয়েছে পর্যটকরা। শহরের বিভিন্ন জায়গায় ভিড় জমিয়ে পর্যটকেরা পিকনিকের আনন্দে আনন্দিত। একই ছবি দেখা গেল নসিপুর রেল ব্রিজের ধারেও। বছরের প্রথম দিনেই যেন কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। নসিপুর রেল ব্রিজ পর্যটকরা ঘুরতে এলেও কিন্তু পর্যটকদের ব্রিজে উঠতে দেয়নি প্রশাসন। ব্রিজের কাছে তৈরি রাখা হয়েছে ডুবুরি টিম।
কলকাতা থেকে ঘুরতে আসা এক পর্যটক বলেন, হাজারদুয়ারি দেখার উদ্দেশ্যে আসলেও শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে জানা ছিল না , তাই বাকি পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আজ ফিরে যাবো। আবার অন্যদিন আসবো হাজারদুয়ারি ভ্রমনের উদ্দেশ্যে। পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করে পর্যটকরা খুশি। তবুও নবাবের শহরের প্রধান ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি মিউজিয়াম প্যালেস শুক্রবার হওয়ার জন্য বন্ধ থাকায় কিছুটা হলেও নিরাশ পর্যটকরা। তবে পর্যটকদের হাজারদুয়ারি মিউজিয়াম প্যালেস বছরের প্রথম দিনে নিরাশ করলেও পর্যটকদের মন ভোলালো শহরের প্রকৃতির তীর্থক্ষেত্র মতিঝিল পার্ক, ঐতিহাসিক কাঠগোলা বাগান, নসিপুর রাজবাড়ি সহ শহরের বিভিন্ন দর্শনীয় স্থান।