আমাদের ভারত, বাংলাদেশ, ৩ আগস্ট: আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে আওয়ামী লিগ। শনিবার দলের একটি সভায় শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। আমি তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।’ গণভবনের দরজা পড়ুয়াদের জন্য সব সময় খোলা আছে বলেও জানান তিনি।
কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় উপযুক্ত তদন্ত এবং বিচারের কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তারপরও আন্দোলনের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এবার সেখানে ‘অসহযোগ কর্মসূচি’ শুরু করার কথা জানিয়েছে তারা। আর এই সময়েই তাদের সঙ্গে বসতে চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি তাদের কথা শুনতে চাইছেন বলে জানিয়েছেন।
এদিকে, দলের তিন নেতাকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লিগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।