Jhalda, Lakshmir Bhandar, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হলো ঝালদায়

সাথী দাস, পুরুলিয়া, ৭ জুন: হরিনাম সংকীর্তনের আসর বসিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ঝালদা আনন্দবাজার বৈষ্ণব পাড়ার মহিলা সমিতির মহিলারা। মঙ্গলবার থেকে কীর্তন শুরু হয়েছে। শুক্রবার জাগরণ। পরের দিন ধুলোট।

ঝালদা শহরের পাশাপাশি আশপাশের গ্রামগুলি থেকেও গভীর রাত পর্যন্ত প্রচুর লোকজন বৈষ্ণব পাড়ার ওই হরিমন্দিরে আসছেন হরিনাম সংকীর্তন দেখতে। বাইরের জেলা থেকেও কীর্তনিয়া দল ওই মন্দিরে এসেছেন।

সমিতির পক্ষ থেকে সোমা বৈষ্ণব ও সঙ্গীত নাগ বলেন, “এবার আমরা লক্ষীর ভান্ডারের এক মাসের টাকা জমিয়ে রেখে তা সংকীর্তনের আসরে খরচ করি। এছাড়াও পাড়ার সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সকলের সহযোগিতায় আট বছর ধরে করে আসছি এই হরিনাম সংকীর্তন। উদেশ্য যাতে নবীন প্রজন্ম হরিনাম সংকীর্তন বা সনাতন ধর্ম ভুলে না যায়। মহিলাদের ওই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *