Titagarh, TMC, BJP, দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল টিটাগড়ে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ জুন: নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দফায় দফায় দুষ্কৃতী হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। ভাটপাড়া, নৈহাটি, ব্যারাকপুরের পর এবার টিটাগড়ে দুষ্কৃতী হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠলো। যদিও এবার বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে টিটাগর পৌর এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা পৌরসভার পাশে বিটি রোডের ওপর তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জয়ের আনন্দ পালন করছিলেন। সেই সময় টিটাগড়ে ডোম পাড়া এলাকার কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী এসে গুলি চালায় বলে অভিযোগ। গুলি চলার খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল মহম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হয় যে তারা জয়ের আনন্দে অনুষ্ঠান করছিল আর সেই সময় বিজেপির কিছু ছেলে তাদের উদ্যেশ্যে ২ রাউন্ড গুলি চালায়। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কারোর কোনো ক্ষতি হয়নি।

তবে তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এলাকার অভিযুক্ত বিজেপি কর্মীরা। তাদের পাল্টা দাবি, তারা বিজেপি করে না, তারাও তৃণমূল করে। তারাও পৌরসভার পৌর প্রধানের সঙ্গেই থাকেন। আর কোনো গুলি চলেনি এলাকায়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করলেও গুলি চালানোর কোনো প্রমাণ পাওয়া
যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *