সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৮ জানুয়ারি:
আপনি কি রেস্তোরাঁয় খাবার পর বিল মেটানোর জন্য নিজের ডেবিট কার্ড দিয়ে দেন হোটেলকর্মীদের হাতে? তাহলেও কিন্তু এটিএম কার্ড প্রতারণার শিকার হতে পারেন আপনি। কোনও এটিএমে না গিয়েও আপনার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে লক্ষ লক্ষ টাকা।
ডেবিট কার্ড প্রতারণাকাণ্ডে এবার মিলল রেস্তোরাঁ-যোগ। পুলিশ সূত্রে খবর, প্রতারকরা জাল বিছিয়েছে কলকাতার বেশ কয়েকটি নামী রেস্তোরাঁয়। এই তালিকায় রয়েছে পার্ক সার্কাসের একটি নামী রেস্তোরাঁ। বিহারের গয়ার বাসিন্দা দুই প্রতারককে জেরা করে ওই রেস্তোরাঁর এক কর্মীকে চিহ্নিত করেছে পুলিশ।
সূত্রের খবর, রেস্তোরাঁ কর্মীদের একাংশের যোগসাজশেই চলছে প্রতারণার কারবার। পুলিশ সূত্রে খবর, খাবারের বিল ডেবিট কার্ডে দেওয়ার সময়, ক্রেতার নজর এড়িয়ে স্কিমারের সাহায্যে কার্ডের তথ্য ক্লোন করে নিত রেস্তোরাঁর কর্মী। সেই তথ্য মোটা টাকায় বিক্রি করা হত দুই প্রতারকের কাছে। এরপর ক্লোন কার্ড তৈরি করে এটিএম থেকে তুলে নেওয়া হত টাকা। এভাবে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পুলিশের দাবি, ২৫০-রও বেশি ডেবিট কার্ডের তথ্য রয়েছে তাদের কাছে। আর শুধু এরাই নয়, কলকাতার একাধিক রেস্তোরাঁর বিভিন্ন কর্মীকে নিজেদের প্রয়োজনে কাজে লাগিয়েছে এরা। কোন কোন রেস্তোরাঁয় এই চক্র জাল ছড়িয়েছে, তা জানতে ধৃতদের বাজেয়াপ্ত করা ল্যাপটপ খতিয়ে দেখছে পুলিশ।
সাধারণ মানুষের জন্য সাইবার বিশেষজ্ঞদের একটাই পরামর্শ, আপনি যেমন আপনার মানিব্যাগ অন্যের হাতে দিয়ে বলেন না টাকাটা বের করে নিতে, ঠিক তেমনি নিজের এটিএম অন্যের হাতে পিন নাম্বার বলে দিয়ে টাকা কেটে নিতে বলবেন না। তাতে উল্টে বিপদ বাড়বে আপনারই।