পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ মে: পাকিস্তানের বিরুদ্ধে “অপারেশন সিঁদুরের” পর বীর সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতায় দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। এইদিন ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই মহা মিছিলের আয়োজন করা হয়। এদিন এই মহা মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে সামিল হন।
মিছিলে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস নায়েক, সুশান্ত সিংহ, স্মৃতিরঞ্জন দত্ত সহ অন্যান্য ব্লক তৃণমূলের নেতা- কর্মীরা। এদিন এই মহামিছিল গোটা শহর পরিক্রমা করে।