আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ মে: ক্ষত্রিয় সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘে’র কার্যকরী সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো বাঁকুড়ায়। আজ বাঁকুড়া-২ ব্লকের বিকনায় একটি বেসরকারি রিসর্টে এই সভায় সংগঠনের কার্যকরী সমিতির সদস্যরা মিলিত হন। এ ছাড়াও রাজপুত- ক্ষত্রিয় সমাজের বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন।
‘রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘে’র তরফে বলা হয়েছে, দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজপুত ক্ষত্রিয়দের। সেকথা অনেকেরই অজানা।একথা সর্বসমক্ষে তুলে ধরা জরুরি। একই সঙ্গে রাজপুত ক্ষত্রিয় সমাজের মানুষের মানোন্নয়নের লক্ষেও তাঁরা কাজ করে যাবেন বলে জানান সংগঠনের সদস্য বিধান সিংহ। সংগঠনের সভাপতি পাঁচুগোপাল সিংহ জানান, সমম্ত রাজপুত ক্ষত্রিয়দের ঐক্যবদ্ধ করে বড় সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে।