সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ ফেব্রুয়ারি: ১ নং খতিয়ানে উল্লেখিত সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসাবে রেকর্ড করাকে কেন্দ্র করে বাঁকুড়াজুড়ে জনমানসে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগ, বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় একটি মসজিদ রয়েছে।সরকারি ভেস্টেট ল্যান্ডেই নাকি এই মসজিদ নির্মিত হয়েছে। সম্প্রতি এই মসজিদটি ঝা চকচকে করা হয়েছে। দেশজুড়ে যখন ওয়াকফ বিল নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ঠিক তখনই জেলা প্রশাসন চাপ দিয়ে বিএলআরও’কে দিয়ে ওই সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসাবে রেকর্ড করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।শুভেন্দুবাবু সরাসরি জেলাশাসক’কে অভিযুক্ত করেছেন।
এবিষয়ে বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার সহকারি সম্পাদক হরসুন্দর দত্ত জানান, বাঁকুড়া মৌজার জেএল নং ২১১, খতিয়ান নং এল আর ১৯৫৬৯, এল আর দাগ নং ১২৪৪, জমির পরিমাণ ০.০৯ একর ১ নং খতিয়ান থাকা সত্ত্বেও তা আব্দুল রহিম।আলি ওয়াকফ এস্টেট- এর নামে রেকর্ড করা হয়েছে গত ৩১ -১-২০ ২৫ তারিখে। তিনি প্রশ্ন তোলেন, ওয়াকফ বিল নিয়ে যখন লোকসভা ও রাজ্যসভায় আলোচনা চলছে তখন কিভাবে এই সম্পত্তি ওয়াকফের নামে করা হলো।একটি বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করতে এটা করা হয়েছে এবং পরিষ্কার ভোটব্যাঙ্ক রাজনীতি।
বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই কাজ করা হয়েছে। এদিকে বিষয়টি জানতে একাধিক ব্যাক্তি আরটিআই আবেদন করেছেন বলে জানাগেছে। এই ঘটনার প্রতিবাদে সমস্ত হিন্দু সংগঠন গুলি একযোগে প্রতিবাদে নামছে বলেও জানাগেছে।