Road block, Gopiballavpur শর্মিষ্ঠা পানোলির মুক্তির দাবি, পথ অবরোধ গোপীবল্লভপুর রাম নবমী উদযাপন কমিটির

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ জুন: অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত পোস্টের জেরে গ্রেফতার আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলিকে নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হলো গোপীবল্লনভপুর রাম নবমী উদযাপন কমিটি। সোমবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারে পথ অবরোধ করে আইনের ছাত্রী শর্মিষ্ঠার মুক্তির দাবি জানানো হয়।

কর্মসূচি থেকে গোপীবল্লভপুর রাম নবমী উদযাপন কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, শর্মিষ্ঠা তার ভুলের জন্য ইতিমধ্যে ক্ষমা চেয়ে নিয়েছে। তাকে অযথা গ্রেফতার করার মধ্য দিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তাই তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে বিভিন্ন হিন্দু সংগঠন। তা না হলে গোপীবল্লভপুর রাম নবমী উদযাপন কমিটি বৃহত্তর আন্দোলনে নামবে।

উল্লেখ্য, পুনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি অপারেশন সিন্দুর নিয়ে সোস্যাল মিডিয়ায় বিতর্কিত পোষ্ট করেন। ঘটনার পর তার পোষ্ট এর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ায় কলকাতা পুলিশ তাকে গুরুগ্ৰাম থেকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *