TMC, Shatabdi Roy, “টাকা দাও, ভোট নাও,” শুনতে হল শতাব্দীকে

আশিস মণ্ডল, সিউড়ি, ৬ এপ্রিল: “টাকা না দিলে ভোট দেব না”। প্রচারে বেরিয়ে মহিলাদের কাছে এমনই কথা শুনতে হল বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। সেই সঙ্গে গ্রামের বাসিন্দারা না পাওয়ার ক্ষোভ উগরে দেন প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে।

শনিবার বীরভূমের মহম্মদবাজার ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রচার চালান তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। লাউতোর গ্রামে তিনবারের প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে না পাওয়ার ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। এরই মধ্যে কয়েকজন মহিলা শতাব্দীকে বলেন, টাকা না দিলে ভোট দেব না। কনেজা বিবি বলেন, “ভোট নিতে হলে টাকা দিতে হবে। নেতারা ভোটে জিতে নিজেদের পকেটে ভরছে। আমরা কিছু পাচ্ছি না। ঘর পাইনি। কোনো সাহায্য পায়নি। গ্রামের তেমন কোন উন্নয়ন হয়নি। তাই এবার ভোট নিতে গেলে টাকা দিতে হবে”।

শতাব্দী বলেন, “উনি কত বড় ভোটার জানি না। উনি ভারতের কত গণতন্ত্র বোঝেন জানি না। এপ্রশ্নের উত্তর আমি দেব না। তবে যারা না পাওয়ার অভিযোগ করছেন সেটা পঞ্চায়েতের কাছে জানতে চাইব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *