বানভাসি পরিবারকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে গেল ঘাটাল থানার পুলিশ

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: গবাদিপশু সহ
বানভাসি একটি পরিবারকে উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ, পৌঁছে দিল ত্রাণশিবিরে। ঘাটাল এখন বানভাসি। বহু মানুষ জলবন্দি। আবার অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এখনও পর্যন্ত ১৫০ জন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে।

ঘাটালের গঙ্গাপ্রসাদ এলাকা বন্যার জলে প্লাবিত। মনে হবে এক অজানা দ্বীপ। চারিপাশে জল, অনেক বাড়ি জলের তলায়। গঙ্গাপ্রসাদের দক্ষিণপাড়ায় এরকমই এক জলে ডুবু ডুবু ছিল একটি বাড়ি। কিন্তু সাতটি ছাগল নিয়ে বাড়ি ছেড়ে যেতে চাইছেন না বাসিন্দারা। প্রাণের ঝুঁকি নিয়ে তাদের গৃহপালিত পশু নিয়ে ওই বাড়িতেই রয়ে গিয়েছেন।

তাদের উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ। এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ পুলিশকর্মীরা শনিবার বিকেলে বন্যা পরিদর্শনে বেরিয়েছিলেন। ঘাটাল ব্লকের দক্ষিণ গঙ্গাপ্রসাদ এর ওই বাড়িটি কিন্তু পুলিশের নজর এড়ায়নি।
পুলিশ ওই পরিবারের সদস্য বলরাম সাতিক, ভারতী সতিক, রমা সাতিক এবং তাদের পোষ্যগুলিকে নিয়ে ত্রাণ শিবিরে পৌঁছনোর ব্যবস্থা করে। তাদের রাখা হয়েছে গঙ্গাপ্রসাদ দক্ষিনপাড়া প্রাইমারি স্কুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *