Asha workers, Ghatal, ঘাটালে আশা কর্মীদের মহকুমা সাধারণ সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: আজ ঘাটাল শহরের অন্নপূর্ণা আর্কেডে পশ্চিবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ঘাটাল মহকুমার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আশা কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, ২৮ হাজার টাকা মাসিক বেতন, পেনশন, পি এফ, কর্মরত অবস্থায় আশা কর্মীর মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ফরমেটের প্রতি আইটেমের বরাদ্দ দ্বিগুণ করার দাবিতে আন্দোলনকে শক্তিশালী ও সংগঠনকে মজবুত করতে এই সাধারণ সভা আহ্বান করা হয়। সভায় মহকুমার পাঁচটি ব্লকের তিন শতাধিক আশা কর্মী অংশগ্রহণ করেন।

প্রথমে আশা কর্মীরা তাঁদের অভাব, অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। তারপর বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা সভানেত্রী পাপিয়া অধিকারী, সম্পাদিকা শিপ্রা ঘোষাল, সবশেষে বক্তব্য পেশ করেন রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন। তিনি আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত সাংগঠনিক কাজকর্ম এবং অবস্থানের কথা বিস্তৃতভাবে তুলে ধরেন। মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগঠন প্যাকেজ বয়কট চালিয়ে যাবে বলে উনি ঘোষণা করেন। সবশেষে ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক একসঙ্গে আগামী দিনে লড়াই করার শপথ নেন।

মহকুমা নেতৃত্বের পক্ষে উপস্থিত ছিলেন সোনালী ঘোষ, অর্চনা মূলা, ঝর্ণা ঘোষ, মায়াবতী দাস, শ্যামলী গুছাইত, অনুপমা ঘোষ এবং স্কিম ওয়াকার্স ফেডারেশন অফ ইণ্ডিয়ার পক্ষে নমিতা মহিষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *