করোনা আতঙ্কের মধ্যেই জমায়েত, হ্যান্ডশেক ও আলিঙ্গনের মধ্য দিয়ে স্বীকৃতি সন্মেলন তৃণমূলের

আমাদের ভারত, বালুরঘাট, ১৫ মার্চ: করোনা আতঙ্ককে দূরে সরিয়ে বালুরঘাটে বাংলার গর্ব মমতা কর্মসূচি পালন তৃণমূল নেতাদের। নিষেধাজ্ঞাকে উড়িয়েই চলছে কর্মীদের জমায়েত, হ্যান্ডশেক ও আলিঙ্গন। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের জুবুথুবু পরিস্থিতির মধ্যেই দক্ষিণ দিনাজপুরে শাসক দলের এমন কর্মকান্ডে প্রশ্ন তুলেছেন অনেকেই। সোমবার বাংলার গর্ব মমতা কর্মসূচির প্রথম পর্যায়ের শেষ অনুষ্ঠান ঘিরে তৃণমূলের পুরনো কর্মীদের সংবর্ধনা জানানো হয় দলের তরফে।

বালুরঘাট ও তপন বিধানসভা কেন্দ্রের বাউল এবং কলেজপাড়া এলাকায় পুরনো তৃণমূল নেতা কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল দুই বিধানসভা কেন্দ্রের নেতৃত্বদের তরফেই। বাউলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। যেখানেই একে অপরের সাথে হ্যন্ডশেক সহ আলিঙ্গন করতে দেখা গেছে নেতৃত্বদের। পুরনো কর্মীদের উত্তরীয় পরিয়ে বরণ করে দলীয় কাজে নামার ডাক দেওয়া হয়েছে এদিনের এই বিশেষ সভা থেকে। একই ভাবে বালুরঘাটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীর উপস্থিতিতে ও জমায়েত করে চলে পুরোনো কর্মীদের স্বীকৃতি সন্মেলন।

প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা এবং শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যের নির্দেশে এমন কর্মসূচী নেওয়া হয়েছে। দলের পুরনো কর্মীদের একত্রিত করতে এদিন তাঁদের সংবর্ধনা জানানো হয়েছে। রাজ্য থেকে পাঠানো তালিকা অনুসারে এই কর্মসূচি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *