Old woman, Garulia, মহাকুম্ভ পুন্যস্নানে গিয়ে নিখোঁজ গারুলিয়ার এক বৃদ্ধা, দুশ্চিন্তায় পরিবার

আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি: প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের পুন্যস্নান। লাখ লাখ ভক্তের সমাগম হচ্ছে সেখানে। প্রয়াগরাজের উদ্যেশ্যে বেরিয়ে নিখোঁজ হলো গারুলিয়া পৌরসভা এলাকার এক বৃদ্ধা। গারুলিয়া পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের লেলিন নগর এলাকার ৮ জন বাসিন্দা গত ৮ ফেব্রুয়ারি রওনা দেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের পুন্যস্নানের উদ্দেশ্যে। ৯ তারিখ দুপুর তিনটের সময় সংশ্লিষ্ট আজমীর শরিফ এক্সপ্রেস পৌঁছায় প্রয়াগরাজ স্টেশনে। কিন্তু সেইখানে ট্রেন থেকে সাত জন ব্যক্তি নামলেও গারুলিয়া লেলিন নগর এলাকার বাসিন্দা সন্ধ্যা পাল’কে ট্রেন থেকে নামতে দেখেননি কেউ। এরপর সকলে গোটা ট্রেন খুঁজলেও পাওয়া যায়নি সন্ধ্যা দেবীকে। হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন সন্ধ্যা পালের সঙ্গে যাওয়া তার স্বামী এবং অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় তার লেলিননগরের বাড়িতে।

পরিবারের সদস্যদের তরফ থেকে স্থানীয় নোয়াপাড়া থানা ও রেল প্রশাসনের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত নিখোঁজ সন্ধ্যা পালের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন বৃদ্ধার পরিবারের অন্যান্য সদস্যরা। ওনার ছেলেদের দাবি, তাদের মা ট্রেন থেকে প্রয়াগরাজ স্টেশনে নামতে পেরেছিল কি না সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে। তাদের বাবা প্রয়াগরাজ থেকে তাদের মায়ের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। তারপর তারা হাওড়া স্টেশনে গিয়ে তাদের মা- এর নিখোঁজের ঘটনাটি জানিয়ে এসেছেন। আগামীতে তারা তাদের মা- এর খোঁজ না পেলে। প্রয়াগরাজ গিয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে তাদের মা’কে খুঁজে দেওয়ার আবেদন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *