পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এলাকাবাসীর। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নম্বর ব্লকের সাকোয়া ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে সাঙ্গার (পিঙ্গলা) পর্যন্ত ১৩ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হতে চলেছে। এইদিন আনুষ্ঠানিকভাবে যার শিলান্যাস করলেন পিংলার বিধায়ক অজিত মাইতি।
জানা গিয়েছে, ১৩ কোটি টাকা খরচ করে তৈরি হতে চলেছে এই পাকা রাস্তা। এইদিন বিধায়কসহ উপস্থিত ছিলেন একাধিক সমাজসেবীরা। এদিন বিধায়ক অজিত মাইতি জানিয়েছেন, বহুদিন ধরে এলাকার মানুষ সমস্যায় ভুগছিলেন। অবশেষে আমি মুখ্যমন্ত্রীকে এই অসুবিধার কথা জানালে তাঁর সহযোগিতায় তৈরি হতে চলেছে এই রাস্তা। নতুন রাস্তা তৈরি হওয়াতে যথেষ্ট খুশি হয়েছে এলাকার মানুষজন।