পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণ করার লক্ষ্যে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুর শহরের ৯নং ওয়ার্ডের লালদিঘি এলাকায়। এদিন এলাকার ফাইট ক্লাবের সদস্যদের উদ্যোগে এবং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
ক্লাবের সদস্য অনুপ সাউ জানান, লক্ষ্য রয়েছে প্রায় শতাধিক রক্তদানের। ইতিমধ্যেই প্রায় ৫০ জনেরও বেশি মানুষ রক্তদান করেছেন। নবমতম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাবের রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। উপস্থিত ছিলেন খোকন মাল, শুভ দোলুই, নেপাল সেন, সঞ্জয় দোলুই, ধীমান ঘোড়াই, লালমোহন প্রামাণিক, সুজন দাস, বিমান ঘোড়াই সহ বিশিষ্ট ব্যক্তিরা।