স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি: জমি বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ফুলবাড়ি এলাকা। ঘটনায় তির বিদ্ধ হয়ে গুরুতর জখম এক ব্যক্তি। পাশাপাশি সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন।
পুলিশ সূত্রে খবর, প্রায় আড়াই বিঘা জমির দখল নিয়ে হরিপদ পাল ও নরেশ পালের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ লেগেছিল। হরিপদ পালের পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার নরেশ পাল নামে ওই ব্যক্তি সেই জমিতে বৃক্ষরোপণ করতে যায়। বিষয়টি জানতে পেরে হরিপদ পাল ও তার পরিবারের সদস্যরা গাছ লাগাতে বাধা দিলে দু’পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরস্পরের বিরুদ্ধে লাঠিসোঁটা ও তিরধনুক নিয়ে হামলা চলে বলে অভিযোগ। ঘটনায় তীরের আঘাতে গুরুতর জখম হন হরিপদ পাল। তার পেটের বাঁ দিকে তির লাগে।
তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে গোয়ালপোখরের লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যালের স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।