সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ ফেব্রুয়ারি: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে আজ সোনামুখী থানার উদ্যোগে পাঁচ কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক সপ্তাহ ধরে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পথ নিরাপত্তার শপথ গ্ৰহণের উদ্দেশ্যে সোনামুখীর পথে “এসো, দৌড়াই একসাথে” এই শ্লোগান সামনে রেখে দৌড়ে অংশগ্রহণ করেন ২৭৮ জন যুবক যুবতী।প্রতিযোগীদের উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের সাথে পা মেলান পুলিশ সুপার বৈভব তেওয়ারি। প্রথম তিন স্থানাধিকারী ছাড়াও দৌড় সম্পূর্ণকারীদের করতালি দিয়ে অভিনন্দন জানান তিনি।