রাজেন রায়, কলকাতা, ৩০ ডিসেম্বর: ধীরে ধীরে ই-পাস সিস্টেম তুলে দিয়ে স্বাভাবিক পথে হাঁটার চেষ্টা করছে কলকাতা মেট্রো। নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী বছরেই বাড়ছে মেট্রোর সংখ্যা। তবে প্রত্যেক বছর বর্ষবরণের রাতের নিয়ম মত বিশেষ পরিষেবা রাখা হচ্ছে না। তবে মেট্রো কর্তৃপক্ষ বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এবার থেকে পুরুষ যাত্রীদের মেট্রো যাতায়াতের ক্ষেত্রে মাত্র ৪ ঘণ্টা ই-পাস লাগবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৫ টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ই-পাস লাগবে।
বাকি সময়ে মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে লাগবে না ই-পাস। তবে মহিলা, ১৫ বছরের নীচে বয়সিদের এবং বৃদ্ধ-বৃদ্ধাদের ই-পাস লাগবে না। কারণ মেট্রো অভিজ্ঞতা অনুযায়ী, অফিস টাইমে বেশিরভাগ পুরুষ যাত্রীদের যাতায়াত দেখা যাচ্ছে। তুলনায় মহিলারা ওই সময়ে কম যাতায়াত করছেন। শনিবার এবং রবিবারেও পাতালপথে যাতায়াতে ই-পাসের প্রয়োজনীয়তাই নেই। স্মার্ট কার্ড দেখিয়েই যাতায়াত করা যাবে। তবে এখনই টোকেন চালু করা হচ্ছে না।
নতুন বছরে ৪ জানুয়ারি থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। আপ এবং ডাউনে মোট ১১৪টি করে মেট্রো চলাচল করবে। তার ফলে মোট ২২৮টি মেট্রো চলবে। আপ এবং ডাউন লাইনে সাত মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। আপ লাইনে সকাল ৯টা থেকে সন্ধে ৭.০৫ মিনিট পর্যন্ত সাত মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। ডাউন লাইনে সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সন্ধে ৭টা ১৮ মিনিট পর্যন্ত ৭ মিনিট অন্তত মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।