Aadhaar card, বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ ফের বাড়ল

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আবার বাড়ালো কেন্দ্র। ১৪ ডিসেম্বরই শেষ দিন ছিল বিনামূল্যে আধার কার্ড আপডেটের জন্য। তবে এবার সেই মেয়াদ আরও বাড়িয়ে করা হয়েছে ১৪ জুন ২০২৫ পর্যন্ত।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে UIDAI ফের এই বড় ঘোষণা করেছে। আপনি যদি আপনার আধার কার্ড, নাম, ঠিকানা ইত্যাদি বিনামূল্যে পরিবর্তন (UIDAI) করতে চান, তাহলে এর জন্য আপনাকে কোনো খরচ করতে হবে না। যে কোনও আধার সেন্টারে গেলে আপডেটের জন্য কোনো খরচ হবে না। অনলাইনে UIDAI-এর ওয়েবসাইট থেকে এই আপডেট করা যাবে আধার কার্ডের ডেমোগ্রাফিক তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *