স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৩ নভেম্বর:
রবিবার রাতে পলাশীপাড়া থানার বার্নিয়া সর্দার পাড়ায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় চারটি বাড়ি। ওই চারটি বাড়ির সমস্ত কিছুই পুড়ে শেষ হয়ে যায়। স্থানীয়রা দমকল অফিসে খবর দিলে সেখান থেকে একটি ইঞ্জিন যায়। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খ্যাপা সর্দার, বাবলু সর্দার, সঞ্জিত সর্দার ও পলান সর্দার এর বাড়ি পুড়ে যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কুপির আলো থেকে এই অগ্নিকান্ড ঘটেছে। কুপির আলো থেকে খ্যাপা সর্দারের বাড়ি আগুন লাগে। সেই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এরমধ্যে দমকলকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। দমকলের একটা ইঞ্জিন পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।

এই ঘটনার খবর পেয়ে রাতেই ওই গ্রামে যান জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী। তিনি তাঁদের রাতে থাকার ব্যবস্থা করেন ও ত্রাণ তুলে দেন। সোমবার সকালে ওই গ্রামে যান তৃণমূলের সাহেব আলি সেখ। তিনি ওই পরিবারগুলোর হাতে একমাসের খাবার তুলে দেন। সঙ্গে ঘর তৈরির জন্য বাঁশ সহ অন্যান্য জিনিসের ব্যবস্থা করে দেন।

