অরণ্যের অধিকার নিয়ে ডেপুটেশন ঝাড়গ্রাম মহাকুমা শাসকের কাছে

জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৩ নভেম্বর: আজ ঝাড়গ্ৰাম জেলার বিভিন্ন ব্লকের আদিবাসী লোধা, শবর, সাঁওতাল ও মৎস্যজীবীদের নিয়ে একটি সভা করে দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের শাখা সংগঠন জঙ্গলমহল মৎস্যজীবী ফোরাম।
দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও কলকাতার দিশা সংস্থা গত কয়েক বছর ধরে জঙ্গল মহলের নয়াগ্ৰাম, সাঁকরাইল, বিলপুরা, জামবনি, ঝাড়গ্ৰাম ব্লকের ক্ষুদ্র মৎস্যজীবীদের সাথে সাথে অরন্যবাসী আদিবাসী ও পরম্পরা গত বনবাসীদের বনাধিকার স্বীকার আইন-২০০৬ নিয়েও কাজ করছে।
বনাধিকার স্বীকার আইন-২০০৬ বিষয়ে সচেতনতা সভা সহ নয়াগ্ৰাম, বিনপুর-২ ও জামবনি ব্লকের বিভিন্ন গ্ৰামে স্থানীয় প্রশাসন সহায়তায় আইন অনুসারে গ্ৰামসভা গঠন ও গ্ৰাম সভার মাধ্যমে মানুষের অরন্যের অধিকার ব্যক্তিগত ও সমষ্টির অধিকার এবং সামুদায়িক বনজসম্পদ অধিকারের জন্য ফর্ম পুরন, নক্সা তৈরি ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে সহযোগিতা করছে।

আজ ঝাড়গ্রাম মহকুমা শাসক তথা মহকুমা স্তরের বনধিকার কমিটির কাছে নয়াগ্ৰাম ব্লকের মলম গ্ৰাম পঞ্চায়েত এর কলমাপুখুরিয়াপশ্চিম গ্রাম সভার পক্ষ থেকে ব্যাক্তিগত বসবাস ও চাষাবাদ এর দখলে থাকা বনভূমির উপর স্বীকৃতি পাওয়ার জন্য ১০১ জনের আবেদন পত্র নক্সা ও অন্যান্য প্রমাণ পত্র সহ এবং সমষ্টি ব্যবহৃত বনভূমির উপর হাট ও হাট শেড, ফুটবল মাঠ, গরাম থানার, জাহের থান, জলাশয় বা বালিয়াখাল, শশ্মানভূমি ও কবরস্থান, গোচরনভূমি, লোধা সম্প্রদায়ের শীতলা বিষর্জন স্থান ও আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র রমুজ ক্লাব নক্সা ও ছবি সহ এছাড়াও সামুদায়িক বনজসম্পদ এলাকার অধিকার এর জন্য একটি নক্সা, জিপিএস ম্যাপ সহ ১০০ হেক্টর বনভূমি ও বনজসম্পদ এ্যান্ড দাবি পত্র সহ দাবী জানানো হয়।
কলমাপুখুরিয়া পশ্চিম গ্ৰাম সভার সভাপতি মঙ্গল প্রামানিক, কলমাপুখুরিয়া পশ্চিম বনাধিকার সভাপতি ঝাড়েশ্বর প্রামানিক বনাধিকার কমিটির সম্পাদক পুলিন সরেন, দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের সহ সম্পাদক ঝর্ণা আচার্য, জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের সহ সম্পাদক গোপাল দন্ড পাট কোলকাতা দিশা সম্পাদক শশাঙ্ক দেব, কর্মী অবিন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
মহাকুমা শাসকের কাছে জমা দিয়ে কপি দেওয়া হয় জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক, অনগ্ৰসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরে। আদিবাসি কল্যাণ দপ্তরের দপ্তরের আধিকারিক এর সাথে সাক্ষাৎ করে অতিদ্রুত আদিবাসী জনগোষ্ঠীর মানুষের অধিকার যাতে পান সে বিষয়ে অবহিত করা হয়। আধিকারিক পারথসারথি রায় সব রকম সহযোগিতা র আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *